বিও হিসাব খোলায় শিক্ষিত তরুনদের উৎসাহ দিচ্ছে মোনার্ক হোল্ডিংস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৬ ১৮:২৩:২৮
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেড পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপোতে তিনি মোনার্ক হোল্ডিংসের স্টল পরিদর্শন করেন। রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) এ মেলার আয়োজন করা হয়।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
মোনার্ক হোল্ডিংসের কর্মকর্তারা বাণিজ্যমন্ত্রীকে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এসময় বাণিজ্যমন্ত্রী মোনার্ক হোল্ডিংসের ভূয়সী প্রশংসা করেন।
মেলায় শিক্ষিত তরুনদের নতুন বিও হিসাব খোলায় উৎসাহ দিচ্ছে মোনার্ক হোল্ডিংস। এতে তরুনদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানায় মোনার্ক হোল্ডিংসের কর্মকর্তারা।
এএ