বাসচাপায় শিক্ষার্থী নিহত: চালক-হেলপার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৩ ১০:৫৫:৪৭
রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকায় বাসের ধাক্কায় নাদিয়া আক্তার নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসটির চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন বাসের চালক মো. লিটন (৩৮) ও তার সহকারী মো. আবুল খায়ের। তারা ভোলা জেলার বাসিন্দা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানিয়েছেন, বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেওয়া ভিক্টর পরিবহনের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। ভিক্টর পরিবহনের বাসটিও জব্দ রয়েছে।
গতকাল রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সাদিয়া। এ ঘটনায় দুই ঘণ্টা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।
এম জি