শীর্ষ ঋণ খেলাপির তালিকায় পুঁজিবাজারের দুই কোম্পানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২৫ ০৯:০৯:৫১
দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা দেওয়া হয়েছে জাতীয় সংসদে। তাদের মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এরমধ্যে খেলাপি ঋণ হচ্ছে ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা। তবে এই তালিকায় রয়েছে পুঁজিবাজারের দুটি কোম্পানি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য উপস্থাপন করেন। সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী দেশের মোট ঋণখেলাপির সংখ্যাও জানান। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মোট ঋণখেলাপির সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৫ জন।
শীর্ষ ২০ ঋণখেলাপির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই কোম্পানির ঋণের স্থিতি এক হাজার ৮৫৫ কোটি ৩৯ লাখ টাকা। তাদের খেলাপি ঋণ এক হাজার ৫২৯ কোটি ৭৪ লাখ টাকা।
অন্যদুকে এই তালিকায় ১৮তম অবস্থানে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। এই কোম্পানির ঋণের স্থিতি ৮৭২ কোটি ৭২ লাখ টাকা। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৬২৩ কোটি ৩৪ লাখ টাকা।
সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ