নতুন সাত স্বতন্ত্র পরিচালক পেল সিএসই

সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০১-২৫ ১৮:৪০:০০


দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন সাত স্বতন্ত্র পরিচালক পেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৫ ফেব্রুয়ারি বিএসইসির অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সিএসইর ব্যবস্থাপনা পরিচালকে দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে, বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিম আরও তিন বছর থাকছেন সিএসইর পর্ষদে। এর বাহিরে নিয়োগ পাওয়া বাকী ছয় স্বতন্ত্র পরিচালক হলেন- আব্দুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন, ইশতার মহল এবং মোহাম্মদ নাকিব উদ্দিন খান।

বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর পর নতুন পর্ষদ দায়িত্ব পালন করবে। এর আগে ২৭ জনের তালিকায় বিএসইসিতে জমা দিয়েছে সিএসইর পরিচালনা পর্ষদ। এর থেকে সাতজনকে নিয়োগ দিলো বিএসইসি।

উল্লেখ্য, উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। এছাড়া ১ জন কৌশলগত বিনিয়োগকারীর মনোনিত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেক জন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর