ফেসবুক থেকে টাকা আয়ের সুযোগ

প্রকাশ: ২০১৬-০৪-২৩ ১৫:৪৯:৩২


facebook-front_179_2232542bফেসবুকে পোস্ট করেন। কিন্তু পোস্ট করার পরে লাইক, কমেন্ট ছাড়াও যদি টাকা পান, কেমন লাগবে? ফেসবুক পোস্টের জন্য শিগগিরই অর্থ আয়ের সুযোগ করে দিতে যাচ্ছে ফেসবুক। শিগগিরই এ নিয়ে একটি ফিচার ফেসবুকে দেখা যাবে।

সম্প্রতি ফেসবুক তাদের ব্যবহারকারীদের নিয়ে করা একটি জরিপ করে। জরিপে ফেসবুক ব্যবহার করে কীভাবে ফেসবুক ব্যবহারকারীরা আয় করতে পারেন তা নিয়ে একাধিক পরামর্শ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল, বিজ্ঞাপন থেকে সংগৃহীত অর্থের একাংশ নিজেদের ব্যবহারকারীদের দেবে ফেসবুক।

কিন্তু এই সুবিধা ফেসবুক সব ব্যবহারকারীকেই দেবে, না কি শুধু ‘ভেরিফায়েড ইউজার’-দের জন্য চালু করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফেসবুক এর এক কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে ফেসবুক ব্যবহারকে আর্থিক দিক থেকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সংস্থার একাধিক পরিকল্পনা রয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস