ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-২৭ ১০:২২:০২


তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিজে এ খবর জানান।

এদিন সকাল পৌনে আটটার দিকে পলক জানান, সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনাার নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। আর আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন প্রতিমন্ত্রী।

এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে এ দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।

এম জি