বুকের দুধ ফেলে দিতে বাধ্য হলেন মা
প্রকাশ: ২০১৬-০৪-২৫ ১২:১২:৪০
নিরাপত্তার দোহাই দিয়ে সন্তানের জন্য সংরক্ষণ করা মায়ের বুকের দুধ ফেলে দিতে বাধ্য করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। ভুক্তভোগী ওই মায়ের নাম জেসিকা কোয়াকলে মার্টিনেজ। তিনি একজন মার্কিন নাগরিক।
এক ফেসবুক পোস্টের মাধ্যমে মার্টিনেজ তার সন্তানের জন্য সংরক্ষণ করা ১৪.৮ লিটার দুধ ফেলে দেয়ার ঘটনার প্রতিবাদ জানান। খবর বিবিসির। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “তোমরা আমার ছেলের প্রায় দুই সপ্তাহের খাবার ফেলে দিতে বাধ্য করেছো।”
তিনি আরও জানান, চাকরির প্রয়োজনে তাকে ১৫ দিন সন্তানের কাছ থেকে দূরে থাকতে হবে। এর জন্যই তিনি তার আট মাসের শিশু সন্তানের জন্য বুকের দুধ সঞ্চয় করে রেখেছিলেন। কিন্তু জমানো ও কন্টেইনারে বহন করা ওই দুধ ফেলে দিতে বাধ্য করে হিথ্রো কর্তৃপক্ষ।
মার্টিনেজ বলেন,নিরাপত্তা অগ্রাধিকার পাবে। তবে যাদের নিরাপত্তা দেয়া হবে তাদের ভোগান্তি বাড়ানোর কোনও অধিকার নেই কর্তৃপক্ষের।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার সন্তানের মুখ থেকে শুধু খাবারই কেড়ে নেওয়া হয়নি, আমাকে লাঞ্ছিত করেছো এবং আমাকে একজন কর্মজীবী ও একজন মা হিসেবে সম্পূর্ণ পরাজিত হওয়ার অনুভূতিতে ফেলেছো।
তবে ভোগান্তি ও হয়রানির অভিযোগ অস্বীকার করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়,যাত্রীরা বিমানে কী পরিমাণ তরল বহন করতে পারবেন সে বিষয়ে নির্দেশনা দেয়া আছে। নিয়মানুযায়ী, একশ মিলিলিটার বা তার কম তরল কন্টেনাইরে করে স্বচ্ছ এবং পুনরায় বন্ধ করা যায় এমন পাত্রে বহন করতে হবে।শিশুদের দুধের ক্ষেত্রে এর ব্যতিক্রম করা যাবে কিন্তু যাত্রীর সঙ্গে তার শিশু থাকতে হবে। এ নির্দেশনার বাইরে তারা কোনও যাত্রীকে হয়রানি করেনি বলেই দাবি কর্তৃপক্ষের।
সানবিডি/ঢাকা/এসএস