১০০ বছর বয়সেও মডেলিং! [ভিডিও]

প্রকাশ: ২০১৬-০৫-০৩ ১৬:১৭:২৪


Modelআন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ তার ১০০ বছর পূর্ণ করল। আর এই মাইলফলকে পত্রিকাটি চমকে দিয়েছে ফ্যাশন জগতকে।

শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘ভোগ’ ম্যাগাজিন এবং ইউরোপের জনপ্রিয় ডিপার্টমেন্টাল স্টোর ‘হার্ভে নিকোলস’-এর যৌথ উদ্যোগে ফটোশুট করলেন মডেল বো গিলবার্ট।

এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। কিন্তু এই ‘মডেল কন্যা’র বয়স জানলে চোখ কপালে উঠতে পারে আপনার। ম্যাগাজিনের পাশাপাশি তারও বয়স ১০০ বছর।

তবে গিলবার্ট কিন্তু পেশাদার মডেল নন। ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য এই প্রথম তিনি ফটোশুট করলেন। চরম আত্মবিশ্বাসী বো-কে দেখে মোটেও তা মনে হচ্ছে না।

তবে প্রথমে কিন্তু ফটোশুটের জন্য প্যান্ট-শার্ট পরতে স্বচ্ছন্দ ছিলেন না তিনি। পরে রাজি হন।

সেই ফটেশুটের জন্য বাড়ি থেকে বেরনো, সাজগোজ, তারপর তৈরি হয়ে ক্যামেরার সামনে বসা সবটাই রেকর্ড করা হয়েছে একটি সুন্দর ভিডিওতে।

এতে ১০০ বছর বয়সেও বো গিলবার্ট যে মডেল হলেন তা স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে।