সিম্ফনির স্মার্টফোন ৩১৯০ টাকায়

প্রকাশ: ২০১৬-০৫-০৩ ২০:১৩:৪৮


smartphone20160503135036ঢাকা-ইন্টারনেট সেবার ব্যপ্তি ও ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ মোবাইল সেবাদাতা কোম্পানি বাংলালিংক দেশের শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা সিম্ফোনির সাথে বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় ৩ এ স্মার্টফোন ‘Symphony ROAR E79’। মাত্র ৩,১৯০ টাকার মূল্যের এই হ্যান্ডসেটের সাথে থাকছে একটি দারুণ লাভজনক ১,৫০০ টাকা মূল্যের ডাটা প্যাকেজ।

এই স্মার্টফোনটি দেশব্যাপি ঝুসঢ়যড়হু ও বাংলালিংক আউটলেটগুলোতে পাওয়া যাবে।

গুলশানে বাংলালিংক-এর হেডকোয়ার্টার টাইগার্স ডেনে সম্প্রতি বাংলালিংক-Symphony ROAR E79 স্মার্টফোনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিসিও শিহাব আহমাদ, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস ম্যানেজার শিবলী সাদিক এবং সিম্ফনির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, এজিএম মো. শিহাব উদ্দিন চৌধুরী।

সানবিডি/ঢাকা/আহো