গোপনে সালমান-লুলিয়ার বাগদান!
|| প্রকাশ: ২০১৫-১০-১৮ ১৮:৩৮:৪৬ || আপডেট: ২০১৫-১০-১৮ ১৮:৩৮:৪৬


প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ সপ্তাহ ধরে রোমানিয়ায় আছেন লুলিয়া। বুখারেস্টে লুলিয়ার মুখপাত্র জানায়- লুলিয়া গোপনে সালমানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এবং আগামী বছরের শুরুতেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
যদিও সালমানের দিক থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। বলিউডবাসীর কাছে খবরটি কতটা বিশ্বাসযোগ্য হয় সেটাই এখন দেখার পালা।
সানবিডি/ঢাকা/রাআ