হিল না পরে আসায় তরুণীকে…
প্রকাশ: ২০১৬-০৫-১৩ ০১:১০:৫১
হিল না পরে অফিসে যাওয়ায় ফিরিয়ে দেয়া হলো এক নারীকে। ২৭ বছর বয়সী নিকোলা থর্পের সঙ্গে ঘটনাটি ঘটেছে মধ্য লন্ডনে। অস্থায়ী রিসিপশনিস্টের কাজে যোগ দিতে পিডব্লিউসি নামের একটি প্রতিষ্ঠানে গিয়েছিলেন তিনি। তাকে কাজ করতে না দিয়ে ফেরত যেতে বলা হলে বিস্ময় প্রকাশ করেন নিকোলা।
কারণ জানতে চাইলে তাকে বলা হয়, হিলবিহীন ফ্ল্যাট জুতা নারীদের ড্রেসকোডের অংশ নয়। নিকোলা এখন কর্মস্থলে নারীদের হিল আর মেকআপ ব্যবহার করতে বাধ্য করার চর্চাকে অবৈধ করার দাবিতে প্রচারণা চালাচ্ছেন। বৃটেনের মেট্রো অনলাইনে উঠে এসেছে ঘটনাটি। নিকোলা জানান, ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার তাকে বলেন, দোকানে গিয়ে দুই থেকে চার ইঞ্চি হিলের জুতো কিনে না আনলে তাকে বেতন দেয়া ছাড়াই বাড়িতে ফেরত পাঠানো হতে পারে। এতে নিকোলা অস্বীকৃতি জানালে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় তাকে। এমনকি ওই প্রতিষ্ঠানের তরফ থেকে তাকে মেকআপ ব্যবহারের নির্দেশনাও দেয়া হয়। কোনো ধরনের মেকআপ শেডস গ্রহণযোগ্য তার একটি চার্টও দেয়া হয়।
পুরুষরা অফিসে ফ্ল্যাট জুতা পরতে পারলে নারীরা কেন পরবেন না- এমন মন্তব্য করায় তাকে নিয়ে হাসাহাসি করা হয়। এরপর সংসদের ওয়েবসাইটে একটি পিটিশন চালু করেছেন নিকোলা। এতে তিনি নারীদের হিল পরার জন্য প্রতিষ্ঠানগুলোর দাবিকে অবৈধ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, পার্লামেন্ট ডট ইউকে’র সকল পিটিশনের মতো এতে ১০ হাজার স্বাক্ষর পড়লে সরকার এ ইস্যুতে তাদের প্রতিক্রিয়া জানাবে। আর ১ লাখ স্বাক্ষর হলে তা সংসদে বিতর্ক করার জন্য বিবেচিত হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিটিশনে স্বাক্ষর পড়েছে ১৪,৭২৭টি।