জুকারবার্গের জন্মদিন আজ

আপডেট: ২০১৬-০৫-১৪ ১২:৪৪:৪২


Mark Zuckerberg, chief executive officer of Facebook Inc., speaks during the Facebook F8 Developers Conference in San Francisco, California, U.S., on Wednesday, March 25, 2015. Zuckerberg plans to unveil tools that let application makers reach the social network's audience while helping the company boost revenue. Photographer: David Paul Morris/Bloomberg via Getty Images

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের হোয়াইট প্যালেসে জন্ম গ্রহণ করেছিলেন এই উদ্যমী তরুণ। বিশ্বের এই অন্যতম ধনী ব্যক্তি আজ ৩২ বছরে পা দিলেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় মাত্র ২০ বছর বয়সেই জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক চালু করেন জুকারবার্গ। এই সামাজিক মাধ্যমটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই ক্রমশ বাড়তে থাকে এর জনপ্রিয়তা। আর ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই জুকারবার্গও ব্যক্তি জীবনে জনপ্রিয় হয়ে ওঠেন।

২০১৫ সাল অব্দি জুকারবার্গের সম্পদ ছিল ৩০ বিলিয়ন ডলারেরও বেশি। আর এখন তার বর্তমান সম্পদের পরিমান ৫১.৮ বিলিয়ন ডলার। তবে তার এই বয়সে বিশ্বের অনেক তরুণের চেয়ে কয়েক গুণ এগিয়ে তিনি। বিশেষ করে প্রতিদিন তার যে পরিমান আয় হয় তা নিঃসন্দেহে তার বয়েসী অন্যদের তুলনায় অনেক বেশি।

২০১২ সালে দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।

২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে জুকারবার্গ ও তার বন্ধুদের হাতেই ফেসবুকের জন্ম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে রাখার চিন্তা থেকেই একটি ওয়েবসাইট তৈরি করেন তারা। আর এর নাম দেন ফেসম্যাশ।

ফেসম্যাশ চালু করা হয়েছিল সহজে শিক্ষার্থীদের মাঝে ছবি বা মনের ভাব অন্যের সঙ্গে শেয়ার করতে পারার লক্ষ্য থেকে। শুরু দিনই চার ঘণ্টায় ৪শ ৫০ ভিজিটর ২২ হাজার ছবি তুলে সেদিন ডাউন করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্ভার। অবশ্য সার্ভার হ্যাক ও ডাউন করার দায়ে মার্ক জুকারবার্গকে বহিষ্কারও করা হয় সেসময় বিশ্ববিদ্যালয় থেকে।

তবে থেমে থাকেনি ফেসম্যাশ। শুরু হয় নিজস্ব কোডিং তৈরির চেষ্টা। মার্ক জুকারবার্গকে সহায়তা করেন তারই বন্ধু কম্পিউটার বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী অ্যাডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিতস এবং ক্রিস হিউজেস।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ডের ডরমিটরিতেই দি ফেসবুক নামে আরেকটি সাইট চালু হয়। এরপর `দি` উঠে গিয়ে থাকে শুধু ফেসবুক। বর্তমান বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৬৫ বিলিয়ন।

মাত্র ২৬ বছর বয়সে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছিলেন জুকারবার্গ।