এবার যান্ত্রিক উকিল করবে ওকালতি

প্রকাশ: ২০১৬-০৫-১৭ ১০:৫৫:২১


rossরোবট মানব আগেই দেখেছিল বিশ্ব৷ এবার দেখতে চলেছে যান্ত্রিক উকিল৷ হ্যাঁ, পৃথিবীর প্রথম রোবট উকিল নিযুক্ত করতে চলেছে বেকার হস্টলার নামে একটি মার্কিন ল ফার্ম৷ এই যান্ত্রিক উকিলটির নাম দেওয়া হয়েছে ‘রস’৷

ফার্মের চিফ ইনফরমেশন অফিসার বব ক্রিগ জানিয়েছেন, তাদের তৈরি এই যন্ত্র উকিল সঠিক ভাবে ক্লায়েন্টদের উপদেশ দিতে পারবে৷ এছাড়া জানা গিয়েছে যে, সমস্ত রকমের আইনি কার্যাবলীতেও পাকাপোক্ত রস৷ রসের প্রস্তুতকারক সংস্থা, রস ইন্টালিজেন্স জানিয়েছে, টরেন্ট বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সাল থেকে এই রোবট উকিলের নির্মাণ শুরু হয়েছিল৷ আইনি শিক্ষা পাওয়ার দশ মাসের মধ্যেই ‘রস’ পেয়ে গিয়েছে তার প্রথম বাণিজ্যিক কাজের সুযোগ৷

সানবিডি/ঢাকা/এসএস