সবচেয়ে দামি ৮ স্মার্টফোন

প্রকাশ: ২০১৬-০৫-১৭ ১৯:০২:২৯


Mobileআইফোন প্রিন্সেস প্লাস
দামি ফোনের কথা হবে সেই সাড়িতে আইফোন থাকবে না এমনটা তো হতেই পারে না। এই মডেলের ফোনটির ডিজাইন করেছেন অস্ট্রিয়ার পিটার এলোইশন। এই ফোনটিতে স্বর্ণের পাশাপাশি ১৩৮ টি প্রিন্সেস এবং ১৮০ ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। ডায়মন্ডগুলো ১৬.৫০ থেকে ১৭.৭৫ ক্যারেটের এবং  এলোইশনের মতে এখানে উন্নত মানের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। ফোনটির মূল্য  ১ লাখ ৭৬ হাজার ৪০০ ডলার।

ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন স্মার্টফোন
দামি ফোনের তালিকায় পিছিয়ে নেই সনি এরিকসনও। সনি এরিকসনের ব্ল্যাক ডায়মন্ড ফোনটি ডিজাইন করেছেন জারেন গোহ। এতে পলি কার্বনেট আয়না এবং অর্গানিক এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটির স্ক্রিনটি অতুলনীয়। এতে দুটি ডায়মন্ড সাজানো রয়েছে। এর একটি রয়েছে নেভিগেশন বাটনে এবং অন্যটি ফোনটির পেছন দিকে। ফোনটির মূল্য তিন লাখ ডলার।

ডায়মন্ড ক্রিপটো স্মার্টফোন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনটির ডিজাইনও করেছেন পিটার এলোইশন। এই ফোনটি ডিজাইনটি বিক্রি হয়েছে ১৩ লাখ ডলারে। এই ফোনটিতে ৫০টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে যা দিয়ে পুরো ফোনটি ডেকে দেয়া হয়েছে। প্রতি ১০টি ডায়মন্ডে একটি নীল ডায়মন্ড রয়েছে। এই ফোনটি শুধু আভিজাত্যের জন্য উন্নত নয়। ফোনটি আপনাকে ছিনতাই এবং প্রযুক্তিগত ব্ল্যাকমেইলের হাত থেকেও সুরক্ষা দেবে।

স্যামসাং ডব্লিউ ২০১৫
২০১৫ সালে বড় স্ক্রিনের যুগে স্যামসাং ফোল্ডিং ফোন এনে সারা ফেলে দিয়েছিল। পৃথিবীর দামি ফোনগুলোর মধ্যে স্যামসাংয়ের ডব্লিউ ২০১৫ ও অন্যতম। ফোনটি স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন হিসেবেও বিবেচিত

লাম্বরগিনি ৮৮ টাউরি
স্পোর্টসকারের কথা উঠলেই লাম্বরগিনির কথা আপনার মনে পড়বে। তবে লাম্বরগিনির দামি স্পোর্টস কার ছাড়াও মূল্যবান ফোনও রয়েছে। লাম্বরগিনির এই ফোনটির মডেল লাম্বরগিনি ৮৮ টাউরি। গাড়ির ডিজাইনের মতো এই ফোনটির রয়েছে আকর্ষণীয় লুক।

আইফোন থ্রিজি কিং বাটন
আইফোনের এই মডেলের ফোনটি পৃথিবীর তৃতীয় দামি ফোন। কিংস বাটন আইফোন থ্রিজি মডেলটির ডিজাইনারও পিটার এলোইশন। ১৩৮ টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে ফোনটিতে। হোমবাটনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ক্যারেটের ডায়মন্ড। এই হোম বাটনটি ফোনের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে। ফোনটির মূল্য ২৪ লাখ ডলার।

গোল্ড ভিস লে মিলিয়ন
ফোনটিকে দেখলে আপনার মনে হতে পারে কোন রাজা বাদশাহর কোমড়ে গোঁজা ধারালো ছোড়া। তবে এটি ছোড়া নয়। সত্যিকারের ফোন। ইমানুয়েল গুয়েট নামে একজন ডিজাইনার ফোনটির ডিজাইন করেন। বিলাসবহুল এবং দামী মোবাইল ফোন ‘লে মিলিয়ন’ সত্যিকার অর্থেই স্বতন্ত্র। ফোনটি সুইজারল্যান্ডে উম্মুক্ত করা হয়। ২০০৬ এ কানে অনুষ্ঠিত মিলিয়নারদের মেলাতে এই ফোনটি সর্বোচ্চ মূল্যের হিসেবে গ্রীনিজ রেকর্ডে নাম লিখিয়েছিল। ফোনটির মূল্য ১৩ লাখ ডলার। এতে ১৮ ক্যারেটের হোয়াইট স্বর্ণ এবং ২০ ক্যারেটের ভিভিএস১ ডায়মন্ড ব্যবহার করা হয়েছে।

ডায়োর রিভেরি
ডায়োর বিখ্যাত ফ্যাশন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। তবে শুধু কাপড়ের ডিজাইনে তারা নিজেদের সীমাবদ্ধ রাখেনি, তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে দামি ফোনও। ফোনটির মডেল ডায়োর রিভেরি। পুরো ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে ফোনটির বডি। ফোনটির পেছনের সাইড এবং পাশে দেখলে আপনার এটাকে ফোন মনে না হয়ে চারকোণা কোনো ডায়মন্ডের বারও মনে হতে পারে।

সানবিডি/ঢাকা/এসএস