বুড়ো হলেও বয়সে ২০
প্রকাশ: ২০১৬-০৫-২৬ ১৬:১৭:৫৫
‘‘অভি তো ম্যায় জওয়ান হু৷’’ শরীরে যতই বার্ধক্যের ছাপ পড়ুক না কেন মন এখনও ২০-এর যুবক৷
এক ঝলকে পাকা দাড়ির এই বৃদ্ধকে দেখলে মনে হবে মোটারসাইকেলের পিছনের সিটেই হয়তো এখন তাঁর স্থান৷ কিন্তু আসল গল্পটি শুনলে অবাক হতে হবে৷ কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটনের বাসিন্দা ৫৫ বছরের অ্যালেন রেইঙ্কার প্যাসন হল পোল ডান্স৷ পাঁচ বছর আগে পোল ডান্সের দুনিয়ায় পা রাখেন তিনি৷ লোহার রডের গায়ে এখন তাঁর অবাধ বিচরণ৷ মুচকি হেসে অ্যালেন বলেন, আমার পোলডান্স দেখে বহু মানুষ অনুপ্রাণিত৷ অনেকেই আমাকে একথা বলেছেন৷ পোলের উপর আমার নৃত্যভঙ্গি দেখে পোল ডান্সের উপর আকৃষ্ট হয়েছেন বহু মানুষ৷ এটাই আমার সাফল্য৷ অনেকে আবার আমাকে দেখে বিশ্বাসই করতে পারেননি, আমার হবি পোল ডান্স৷
অ্যালেনের সতীর্থদের কথায়, সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি পরিণত হয়েছেন অ্যালন৷ বেড়েছে তাঁর পেশি শক্তি৷ পোল ডান্স করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন৷ ৫০ পেরিয়েও এই কড়া চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করেছেন অ্যালেন৷ এবং সর্বোপরী তিনি সফল৷ পোলের উপর তিনি সাবলীল৷ কখনও দু’হাতের উপর শরীর ভাসিয়ে দিচ্ছেন, আবার কখনও পা দিয়ে ভেলকি দেখাচ্ছেন৷ পোল ডান্সের পাশাপাশি স্কেটিংয়েও পারদর্শী বছর ৫৫-র অ্যালেন৷ পোল ডান্সের পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছেন চাকার খেলা৷ সূত্র: কলকাতা২৪/৭
সানবিডি/ঢাকা/এসএস