ফিলিপসের নতুন মনিটর বাজারে
প্রকাশ: ২০১৬-০৫-২৬ ১৯:১০:০৯
বাংলাদেশের বাজারে আলট্রা হাই ডেফিনেশনের ২২৪-ই ৫-কিউ এইচএসবি মডেলের নতুন একটি মনিটর এনেছে ফিলিপস। মনিটরটি দেশের বাজারে এনেছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
আলট্রা হাই ডেফিনেশন প্রযুক্তি সম্পন্ন অত্যন্ত আকর্ষণীয় ব্যাজল ফ্রি এই ২১.৫ ইঞ্চি এলসিডি মনিটরটিতে রয়েছে অত্যাধুনিক ১৬.৯ আসপেক্ট রেশিও এইচডি ডিসপ্লে, এমএইচএল ও ওয়ালমাউন্ট ভিইএসএ সিস্টেম। ফুল এইচডি রেজুলেশন ১৯২০ এক্স বাই ১০৮০ স্ট্যাটিক কন্ট্রাস্ট ও সুপার ক্লিয়ার ট্রু ভিশন টেকনোলজি যা গ্রাহকদের ল্যাব কোয়ালিটি স্ক্রিন পারফরম্যান্সের দেখার অভিজ্ঞতা দেবে।
আধুনিক সব ফিচার সম্বলিত স্টাইলিশ ও স্মার্ট ইমেজ কোয়ালিটি সম্পন্ন এই মনিটরটির দাম পড়বে ১১ হাজার ২০০ টাকা। সঙ্গে পাওয়া যাবে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।
এছাড়া আরও ৪টি ভিন্ন সাইজের এলইডি মনিটর ফিলিপস ১৬৩ ভি-৫ এল, ১৯৩ ভি-৫ এল, ২০৬ভি-৬ কিউ এবং ২২৬ভি-৬ কিউ এএইচ-আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে।
সানবিডি/ঢাকা/আহো