খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিতের আবেদন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৪ ১৪:৫৬:২৫


নাইকো মামলায় নথি দেখে দুদকের সাক্ষিদের স্বাক্ষ্য নেয়া বন্ধ চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানী করার আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে নাইকো মামলায় নথি দেখে দেখে দুদকের সাক্ষীদের সাক্ষ্য বিচারিক আদালতে নেয়া বন্ধ চেয়ে আবেদন করা হয়। সে সমসয় শুনানী না হওয়ায় এখন অবকাশকালীন বেঞ্চে শুনানীর জন্য আবেদন করা হয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।

গত ১৯ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক বেগম খালেদা জিয়াসহ অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর এ আদেশ বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

এম জি