‘খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে আদালতের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১২:৩৫:৩৫


খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে আদালতের কথা বলে সময় ক্ষেপণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি একথা জানান।

কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয় নিয়ে সরকার কূটকৌশল করছে। তিনি আরও বলেন, নির্বাহী আদেশে রেখে আবেদন করার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ কথা বলা সাংঘর্ষিক।

এদিকে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কোনো আবেদন পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতের অনুমতি ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় বলেও জানান তিনি।

এম জি