যুক্তরাষ্ট্রের ভিসানীতি আরোপে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১৪:১৯:১৩
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপের ফলে পুলিশের ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজকে সংকটে ফেলবে না বলে আমি মনে করছি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচন ঘিরে অস্ত্রপ্রদর্শন হচ্ছে। এ নিয়ে পুলিশ কতটা তৎপর জানতে চাইলে আইজিপি বলেন, যখনই কোনো অস্ত্র প্রদর্শন করে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করি। জাতীয় নির্বাচনের আগেও পুলিশ সেটা যথাযথভাবে পালন করতে পারবে।
জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাইছি না।
অন্য এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, নির্বাচনকালীন সময়ে যে দায়িত্ব আমাদের দেওয়া হবে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।
এম জি