৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০১ ১১:৩৮:০৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে। বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ফুললি রিডেমেবল। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-কনভার্টেবল। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।

বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ll মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস