ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট বরাদ্দ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-০৯ ১৭:০৮:৪৭


স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে এলিজেবল ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এর ইউনিট বরাদ্দ সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে এ সংক্রান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এর ব্যবস্থাপনা পরিচালক এম. মাহফুজুর রহমান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমিত পাল, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিনিয়র অফিসার তানিয়া বেগম, সিডিবিএল এর জেনারেল ম্যানেজার রকিবুল ইসলামসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মোঃ রবিউল ইসলাম এবং এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড মোঃ কামরুজ্জামান বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন। ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৫৫.৬৮ কোটি টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি ইউনিটের বিপরীতে ০.৫৬ গুণ।

উল্লেখ্য, এলিজেবল ও সাধারণ বিনিয়োগকারী তাদের আবেদনের বিপরীতে ১০০ শতাংশ বরাদ্দ পেয়েছে।

এএ