পুলিশ কনস্টেবল হত্যায় দুইজন ৭ দিনের রিমান্ডে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-৩০ ১৯:১৩:৩৪
বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দুই আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই সালাহ উদ্দিন। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব- ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক শামীম রেজা ওরফে শিন্টা শামিম ও মো. সুলতান।
এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী জিল্লুর রহমান রিমান্ড বাতিলের আবেদন করেন। প্রয়োজনে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তিনি। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ২৯ অক্টোবর শামীমকে গাইবান্ধা ও সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, আসামিরা স্বীকার করেছে যে, তারাসহ আরও অনেকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে।
কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
এএ