টানা তিনবার আর্থিক সেবা খাতে আইসিএবি পুরস্কার জিতলো বাংলাদেশ ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-৩১ ১৬:০৯:৩৭


টানা তিনবার ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২২ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে পুরস্কৃত করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ।

এছাড়া আর্থিক সেবা খাতের পাশাপাশি; করপোরেট গভর্নেন্স এ একটি এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ একটিসহ আরও দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কায়সার হামিদ বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের ধারাবাহিক উন্নতির বহিঃপ্রকাশ হিসেবে টানা তিনবার আইসিএবি অ্যাওয়ার্ড পেয়েছে; শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, আইসিএবি’র সভাপতি মো. মনিরুজ্জামান এফসিএসহ অন্যরা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস