শর্তহীনভাবে সংলাপে আসলে স্বাগত জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০১ ১৫:১৯:৪৮


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। তারা সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, সংবিধানের আলোকে পরিবেশ অনুকূলে থাকলে সংলাপ হবে।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

সংলাপের উদ্যোগ নেয়ার প্রশ্নে তিনি বলেন, শর্তহীনভাবে যারা আসবেন, তাদের স্বাগত জানানো হবে। আমরা দরজা বন্ধ রাখিনি। তবে সবকিছু হতে হবে সংবিধান অনুসারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের ডাকে বিএনপি যাবে না, এটাই স্বাভাবিক। কারণ, দলটি জনবিচ্ছিন্ন। বিএনপি সংলাপ চায় না, সহিংসতা চায়। ২৮ অক্টোবর সেটি প্রমাণ করেছে তারা। অবরোধের প্রসঙ্গে মন্ত্রী জানান, সন্ত্রাস বিএনপি-জামায়াতের অভ্যাস। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবরোধ পাত্তা পাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংযম দেখানো নিয়ে আমি গর্ববোধ করি।

আসাদুজ্জামান খান বলেন, ব্রিটেনে বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধ অভিবাসী রয়েছে। তাদের কীভাবে ফেরত পাঠানো যায়, তা নিয়েও কথা হয়েছে। তারেক জিয়াও এর আওতায় পড়ে, যদিও তার ব্যাপারে আলোচনা হয়নি।

এম জি