এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৯ ১১:০২:৫৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) এক উদ্যোক্তা ও এক পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তারা উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার তার ছেলে মোরশেদুল আলম চাকলাদারকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৭০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করেন। ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তারা এই লেনদেন সম্পন্ন করেন। এর আগে, গত ৩১ অক্টোবর এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
অপরদিকে, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এমএ কাশেম তার তার স্ত্রী মুনিরা বেগম মুন্নীকে ১ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করেন। ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তারা এই লেনদেন সম্পন্ন করেন। এর আগে, গত ২৩ অক্টোবর এনসিসি ব্যাংকের উদ্যোক্তা এমএ কাশেম শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস