দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১১-১২ ১৫:৫৫:৩৭
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৮৫৮ বারে ১৬ লাখ ৬৯ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাইয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৪১৪ বারে ৩০ লাখ ৬৩ হাজার ২৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫২৯ বারে ১ কোটি ৪২ হাজার ৯৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্যাসিফিক ডিনিমসের ৯.০৯ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.২৮ শতাংশ, নাভানার ৬.৪ শতাংশ , ইউনিয়ন ক্যাপিটালের ৩.৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩.৭৬ শতাংশ, জেনেক্স নেক্সটের ৩.২৭ শতাংশ এবং ইভন্স টেক্সটাইলসের শেয়ার দর ৩.২০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস