যৌথ উদ্যোগ কোম্পানি গঠন করবে এসিআই লিমিটেড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-১৪ ১২:০৫:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সাথে একটি যৌথ উদ্যোগ কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,কোম্পানিটি ইংল্যান্ডের আইনে পরিচালিত হবে এবং উৎপাদিত বিস্কুট বিশ্বব্যাপী পৌঁছাবে। প্রস্তাবিত কোম্পানিটির নাম হবে “প্লাডিস বাংলাদেশ লিমিটেড। প্রস্তাবিত কোম্পানিটিতে এসিআই ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। আগামী ২ বছরের মধ্যে প্রাস্তাবিত কোম্পানির ৪৯% শেয়ার ধারণ করবে এসিআই।

নিয়ন্ত্রক সংস্থার সম্মতি ও অন্যান্য শর্তসাপেক্ষে নতুন কোম্পানি গঠন করতে পারবে এসিআই।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস