১৫ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২০ ১৪:২৯:১০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- ডেসকো, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফরচুন সুজ, জিপিএইচ ইস্পাত, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, সিভিও পেট্রো কেমিক্যাল, সাফকো স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, এমবি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, কোহিনুর কেমিক্যাল এবং হাক্কানি পাল্প লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৩ নভেম্বর,  বৃহস্পতিবার কোম্পানি ১৫টির রেকর্ড ডেট। এর আগের ২১ ও ২২ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানি ১৫টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ১৫টি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস