আর্থিক প্রতিষ্ঠানের সুদ আমানতে ১০.১৮% ও ঋণে ১৩.১৮%
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৯ ২০:৫১:৫৬
নীতি সুদহার বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণের সুদের হারও বেড়েছে। নতুন নিয়মে এসব প্রতিষ্ঠানের আমানতে সর্বোচ্চ সুদহার হবে ১০ দশমিক ১৮ শতাংশ, আর ঋণ বা বিনিয়োগে সুদহার হবে ১৩ দশমিক ১৮ শতাংশ। বুধবার (২৮ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিলস হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ অক্টোবরে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।
এ নিয়ে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান নীতি সুদহার বিবেচনা করে আর্থিক প্রতিষ্ঠানসমূহের আমানত ও ঋণের বিপরীতে সুদের হার নতুনভাবে নির্ধারণ করা হলো। আমানতের সুদ/মুনাফার সর্বোচ্চ হার হবে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যুক্ত করে। এ ছাড়া ঋণ/লিজ/বিনিয়োগের সুদ/মুনাফার সর্বোচ্চ হার হবে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ যুক্ত করে।
এর আগে নীতি সুদহার বাড়ায় ব্যাংকঋণের সুদহারও বাড়ানো হয়েছে। আগে ব্যাংকঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১০ দশমিক ৯৩ শতাংশ। এই হার এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ১৮ শতাংশ। তবে ব্যাংকগুলোর জন্য আমানতের সুদের কোনো সীমা নেই। এ জন্য সংকটে পড়া অনেক ব্যাংক এখন উচ্চ সুদে আমানত নিচ্ছে। কোনো কোনো ব্যাংক ঋণের চেয়ে বেশি সুদে আমানত গ্রহণ করছে।
দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে টাকার সরবরাহ কমানোর পাশাপাশি সব ধরনের নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাড়ছে আমানতের সুদ ও ঋণের সুদহার। পাশাপাশি সুদের মার্জিনের পরিমাণও বাড়ানো হয়েছে। এর ফলে টাকার সরবরাহ কমে মূল্যস্ফীতি কমবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।
এএ