দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-০৩ ১৫:৫৯:৩৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫২ বারে ২৪ হাজার ৮৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সী পার্ল রিসোর্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০২ বারে ৪ লাখ ৬২ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯১৪ বারে ১ লাখ ১৬ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুডের ২.২০ শতাংশ, মুন্নু এগ্রোর ১.৯৮ শতাংশ, শমরিতা হসপিটালের ১.৯৪ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯০ শতাংশ, শামপুর সুগার মিলসের ১.৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৬৩ শতাংশ এবং কহিনুর কেমিক্যালসের শেয়ার দর ১.৬২ শতাংশ কমেছে।।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস