আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে ঢাকায় ছওয়াবের বাইসাইকেল র্যালি
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১২-০৫ ১৯:৫৯:১৪
৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বাইসাইকেল র্যালি করেছে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াবের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে (মানিক মিয়া অ্যাভিনিউ) এসে শেষ হয়।
ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও হেড অব প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সঞ্চালনায় ২৫০-এর অধিক ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্নেল (অবসরপ্রাপ্ত) জেড আর এম আশরাফ উদ্দিন বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস হলো- জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এবং মানবতার আপদকালীন সময়ে পাশে দাঁড়ানো। তিনি সারা দেশে ছওয়াবের স্বেচ্ছাসেবী কাজের প্রশংসা করে উপস্থিত ভলান্টিয়ারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ছওয়াবের প্রতিষ্ঠাই হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে হতদরিদ্র মানুষের চিৎকার আর খাদ্যের জন্য হাহাকার থাকবে না। মানুষ মানবতার প্রয়োজনে একে অপরের সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক রেজাউল করিম খোকন এবং ছওয়াবের ডিরেক্টর অপারেশনস মোহাম্মদ আফতাবুজ্জামান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর খোরশেদ আলম, হেড অব মনিটরিং ইমদাদুল ইসলাম, মুশফিকুস সালেহীন, সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিনসহ অন্যরা।
উল্লেখ্য, ছওয়াব বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সারা দেশে নানাবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
এএ