দেশবন্ধু পলিমারের ইজিএম ৩০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১০ ১০:৫৩:২৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দুপুর ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে  বিশেষ সাধারণ সভার (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেড দেশবন্ধু পলিমার লিমিটেডের সাথে একিভূত হবে। এ কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিবে।

একই সাথে কোম্পানিটি অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার ১০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস