রাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-১০ ১৭:২২:১৩


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) তার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ। তিনি সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এম জি