পিপলস লিজিংয়ের পর্ষদ পুনর্গঠন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১৭ ১৭:০১:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহীদ ফেরদৌসকে চেয়ারম্যান করে এ পর্ষদ গঠন করা হয়। পর্ষদের সদস্যরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব কাজী আনোয়ারুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেশাদ ইমাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শফিকুর রহমান, সঞ্চয়কারীদের প্রতিনিধি মো. আতিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. সগীর হোসেন খান।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস