নির্বাচন থেকে ছিটকে গেলেন সাদিক আবদুল্লাহ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৯ ১৭:১৮:৩৭


নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে এসে প্রার্থিতা ফিরে পেলেও বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন আটকে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত। এ আদেশের ফলে তাঁর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখায় দ্বাদশ সংসদ নির্বাচনে সাদিক আব্দুল্লাহর অংশ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের আবেদন শুনানির পর এ আদেশ দেন চেম্বার আদালত।

সাদিকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেন জাহিদ ফারুক। সে আপিল মঞ্জুর করে তাঁর মনোনয়ন বাতিল করেছিল ইসি।

এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে গতকাল সোমবার সে রিট আবেদন শুনানির পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এএ