বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২৮ ১০:৩১:১০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ-বাংলা ব্যাংক ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির ইস্যুয়ার ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। বন্ডটি টিয়ার-২ মূলধন পূরণের জন্য বন্ড ইস্যু করবে। বন্ডটি সম্পূর্ণ রিডামবল, আনসিকিউরড,নন-কনভারেটবল, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। এছাড়া যেকোনো ফিচার পরিবর্তন করতে পারবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস