আঙ্গুলের ছাপ পদ্ধতি উদ্বোধন করলেন জয়
|| প্রকাশ: ২০১৫-১০-২১ ১৯:৫৯:০৯ || আপডেট: ২০১৫-১১-১৬ ১২:২৪:২৫

মোবাইল সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ পদ্ধতি (বায়োমেট্রিক) পরীক্ষামূলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নভেম্বর থেকে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করবে মোবাইল ফোন অপারেটরগুলো। এরপর ১৬ ডিসেম্বর (বিজয় দিবসে) বায়োমেট্রিক পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু করার কথা রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সকালে নিজের নামে একটি সিম নিবন্ধনের মাধ্যমে এ পদ্ধতি যাছাই করেন জয়।
অনুষ্ঠানের শুরুতে তথ্য-প্রযুক্তি উপদেষ্টার নামে টেলিটকের একটি সিম নিবন্ধন করা হয়। জয় আঙ্গুলের ছাপ দিলে টেলিটকের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য চলে আসে। এটা দেখে কর্মকর্তারা আইডি সম্পর্কে নিশ্চিত হন।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ উল্লেখ করে জয় বলেন, ‘এ জন্য আমি গর্বিত।’ এরপর জয়কে টেলিটকের একটি সিম হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। এর আগে সজীব ওয়াজেদ জয় মন্ত্রণালয়ে পৌঁছলে প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। আমি শুধু পরামর্শ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। বাস্তবায়ন করেছেন আপনারা।’ ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এ উদ্যোগ নেওয়া হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
মোনার্ক মার্ট ঘুরে দেখলেন অলরাউন্ডার মিরাজ
-
দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে: পলক
-
আরটিএক্স ৩০৫০ সহ লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ এখন গ্লোবাল ব্র্যান্ডে
-
হোয়াটসঅ্যাপে মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু
-
স্মার্ট এবং সাশ্রয়ী ল্যাপটপ লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ আই
-
মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে চালু হলো “প্রজেক্ট হোয়াইট ক্যাপ”