ডিবিএইচ ফাইন্যান্সের ৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-২৮ ১৭:৩৩:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৮৯৩ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ‘ডিবিএইচ এ্যাফরডেবল হাউজিং বন্ড’ নামে ডিবিএইচ ফাইন্যান্সের ৩৫০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

৫ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, রিডেম্বল ফিক্সড কুপন বেয়ারিং সিনিয়র বন্ড। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) যা প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের মধ্যম ও নিম্ন-মধ্যম আয়ের লোকদের মাঝে গৃহনির্মাণ ঋণ প্রদান করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

এএ