আরও ৪ মামলায় গ্রেফতার বিএনপি নেতা আলাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১১ ১৪:৫৪:০৭
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আরও চার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এসব মামলায় তাকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেন।
গত ২৯ জানুয়ারি আলালকে এসব মামলায় আইন অনুযায়ী জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির আদেশ দেয় হাইকোর্ট। সেই আদেশের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে আলালকে হাজির করে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে এসব মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। তাই নথি পাওয়া সাপেক্ষে আজই তার জামিন শুনানি হতে পারে।
আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন, মোসলেহ উদ্দিন জসীম, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ আইনজীবী শুনানি করেন।
গত ২৯ জানুয়ারি রাজধানীর রমনা থানার তিনটি ও পল্টন থানার একটি মামলায় আলালের জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্টের একই বেঞ্চ। ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) এ আদেশ পালন করতে বলা হয়। এসব মামলায় সিএমএম আদালতে জামিন শুনানি করতে ব্যর্থ হয়ে আলালের পক্ষে পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রাজধানীর পল্টন থানার এক মামলায় গত বছরের ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় কারাগারে রয়েছেন তিনি।
এম জি