ফিনিক্স ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালকের ইউনিট বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-১৯ ১৪:০৫:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৫ লাখ ইউনিট বিক্রি করবে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ফান্ডটি তাদের মোট ১ কোটি ৭৫ লাখ ইউনিটের মধ্যে ৫ লাখ ইউনিট ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।
এসকেএস