প্রধান কার্যালয় ভবনের জন্য জমি কিনবে এনআরবিসি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৮ ১১:৩৮:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের ভবন নির্মাণের জন্য জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে রাজধানী ঢাকার রাজউক-পূর্বাচলে জমি কিনবে। ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণের জন্য মোট খরচ হবে আনুমানিক ৮৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ২০০ টাকা (ট্যাক্স ও ভ্যাট ব্যতীত)।
এসকেএস