ফেসবুক নিউজ ফিডের ১০ বছর

প্রকাশ: ২০১৬-০৯-০৭ ১৭:২৫:২০


fb-news-feedজনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিড গতকাল ১০ বছর পূর্ণ করেছে। ১০ বছর আগের এই দিনেই ফেসবুকে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এই ফিচারটি চালু করা হয়েছিল। বর্তমানে এই ফিচারটিকে ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ফেসবুকে লগিন করার পর প্রথম যে ফিচারটি সামনে আসে, তাই হলো নিউজ ফিড। স্মার্টফোন কিংবা ডেস্কটপ, সবখানেই নিউজ ফিডের মাধ্যমে ফেসবুক বন্ধুদের এবং পছন্দের বিভিন্ন ফেসবুক পেজের সকল আপডেট সামনে চলে আসে। নিউজ ফিডের ১০ বছর উপলক্ষ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস আপডেট করেছেন মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন, ‘ফেসবুক ইতিহাসে এটি আমার সবচেয়ে পছন্দের একটি অংশ। অনেকেই বিভিন্ন সময় আলোচনা করে থাকে ফেসবুক তৈরির পেছনের ইতিহাস এবং আইডিয়া নিয়ে। অন্য সবকিছুর মতো অনেক আইডিয়া এবং উদ্ভাবন নিয়েই তৈরি হয়েছে ফেসবুক।’

সানবিডি/ঢাকা/এসএস