টিভি চ্যানেলের পরিকল্পনা করছে জাজ মিডিয়া
|| প্রকাশ: ২০১৫-১০-২৩ ১২:৫৬:২৫ || আপডেট: ২০১৫-১০-২৩ ১২:৫৬:২৫

সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানে জাজের কর্ণধার আবদুল আজিজ ঘোষণা দিয়েছিলেন টিভি চ্যানেলের। এর পর কেটে গেল ১০টি মাস। অনেকেই বিষয়টি ভুলে গেছেন। এবার আজিজ জানালেন, শিগগিরই চ্যানেলটির জন্য আবেদন করবেন। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
নতুন চ্যানেলটির নাম হবে ‘জাজ টিভি’। কেন এই টিভি চ্যানেল? আবদুল আজিজ দ্য রিপোর্টকে বলেন, ‘চলচ্চিত্র একটি দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক মাধ্যম। কিন্তু ব্যবসা না থাকায় সে মাধ্যম আজ ধ্বংসের মুখে। ব্যবসা না হবার অন্যতম কারণ সঠিক প্রচারণা না থাকা। সে জন্যই আমাদের এ উদ্যোগ।’
‘আশিকী’খ্যাত এ প্রযোজক-পরিচালক আরও জানান, চ্যানেলটির অনুমোদনের জন্য অক্টোবরের শেষ সপ্তাহে আবেদন করবেন। অনুমোদন পেলে ২০১৬ সালের জুন নাগাদ চ্যানেলটি সম্প্রচারে আসবে। কী কী থাকবে জাজ টিভিতে?— এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের সিনেমার গান, ট্রেলার, সিনেমা নিয়ে নানা অনুষ্ঠান, চিত্র তারকাদের অংশগ্রহণে গেইম শো এবং চলচ্চিত্রপাড়ার সর্বশেষ খবরা-খবর। এতে শুধু আমাদের ছবির প্রচারণাই থাকবে না, অন্য সব ব্যানারের ছবির প্রচারণাও চলবে।’
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
মোনার্ক মার্ট ঘুরে দেখলেন অলরাউন্ডার মিরাজ
-
দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে: পলক
-
আরটিএক্স ৩০৫০ সহ লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ এখন গ্লোবাল ব্র্যান্ডে
-
হোয়াটসঅ্যাপে মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু
-
স্মার্ট এবং সাশ্রয়ী ল্যাপটপ লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ আই
-
মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে চালু হলো “প্রজেক্ট হোয়াইট ক্যাপ”