বগুড়ায় ড্যাফোডিলের কাস্টমার কেয়ার উদ্বোধন

প্রকাশ: ২০১৬-০৯-১৯ ১৫:০৭:০৮


dafodilবগুড়া শহরের কলেজ রোড কালিতলায় ড্যাফোডিল কম্পিটারস লিমিটেড এর বগুড়া অফিস ও লি ফোনের কাস্টমার কেয়ার উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার বিকেল সাড়ে ৪ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর হেড অব বিজনেস (মোবাইল ডিভিশন) মুহাম্মদ তৌফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড এর রাজশাহী ও রংপুর বিভাগের রিজিওনাল সেলস ম্যানাজার মোঃ রাসেল মাহমুদ, , ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড ও লি ফোনের জেলা পরিবেশক আব্দুল হামিদ, বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সানবিডি/ঢাকা/এসএস