এস আলমের ৬ ব্যাংকের ঋণ বিতরণ বন্ধ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-১৯ ১৬:২৯:৪৯
এস আলম গ্রুপের মালিকানাধীন শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এস আলমের ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
এ ছয়টি ব্যাংক নতুন কোনো ঋণ বিতরণ করতে পারবে না এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের কোনো ঋণ পুনঃতফসিল করতে পারবে না।
তবে ব্যাংকগুলো কৃষি ঋণ, আমানতের বিপরীতে এসএমই ঋণ ও পাঁচ কোটি টাকা পর্যন্ত প্রণোদনা প্যাকেজ বিতরণ করতে পারবে বলে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৬ বছরের আওয়ামী লীগের পতন ঘটে। ওই সময়ে সরকারের প্রশ্রয়ে এস আলম গ্রুপ ব্যাংকিং খাতে দোর্দণ্ড প্রতাপশালী এক কোম্পানিতে পরিণত হন। খোদ ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ও সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে ব্যাংক দখল, একাধিক ব্যাংকের লাইসেন্স নেওয়া, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণের আড়ালে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিএইচ