হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই : গভর্নর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২০ ১৬:৪৩:০২


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এক হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই।

মঙ্গলবার (২০ আগস্ট) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কথা বলেন।

এক হাজার টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, এক হাজার টাকার নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কি না, এ বিষয়ে তিনি বলেন, যখন টাকশালে নোট ছাপানোর প্রয়োজন হবে, তখন নোট ছাপানো হবে, সই যাবে।

এএ