সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২০ ১৮:১২:৩৭


রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি-এর পরিচালক ও চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালযয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসি-এর পরিচালক ও চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী গত ১৯ আগস্ট, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। তাঁর পদত্যাগপত্র সরকার কর্তৃক গৃহীত হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এএ