রূপালী ব্যাংকের এজিএম-ইজিএমের নতুন তারিখ ২৫ আগস্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-২১ ১৪:০৮:৫০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসির স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ও সাড়ে ১১টায় ব্যাংকটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে। তবে এজিএমের ভ্যানু অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ৩০ জুলাই এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক পিএলসি। এরপর তা সামনে এগিয়ে ২৩ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
পরবর্তীতে ১ আগস্ট এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানায় রূপালী ব্যাংক। নতুন তারিখ অনুযায়ী ৫ আগস্ট তা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি ছুটির কারণে তা ফের পিছিয়ে যায়।
পরবর্তীতে গত ৬ আগস্ট আবার ডিএসইতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ ঘোষণা করে ব্যাংকটি। নতুন সূচি অনুযায়ী ৭ আগস্ট ব্যাংকটির ঘোষিত কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ফের এজিএম ও ইজিএমের স্থগিতাদেশ দেয় রূপালী ব্যাংক পিএলসি।
এসকেএস