ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ, চেয়ারম্যান উবায়েদ উল্লাহ আল মাসুদ

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-২২ ১৯:৪৫:৫৫


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পর্ষদ ভেঙ্গে ৫ জন স্বতন্ত্র পরিচালক দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা আদেশে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ সংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অপরদিকে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ নতুন করে গঠনের নিমিত্তে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

স্বতন্ত্র পরিচালকরা হলেন- রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক উবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওয়াহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও চার্টার্ড একাউন্টেন্ট মো. আব্দুস সালাম এফসিএ।

বিএইচ