বগুড়ায় শেখ হাসিনা-শেখ রেহানা, জয়-পুতুলের বিরুদ্ধে মামলা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৩ ০৯:৩১:২৮


বগুড়ার শিবগঞ্জের বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহেনা, সাবেক আইজিপি, সাংবাদিক, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বাদী হয়ে বগুড়ার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম ওরফে সুজাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানিনগরে তার মৃতদেহ পাওয়া যায়।

মামলায় ১ থেকে ৯নং আসামিকে পরিকল্পনা ও হুকুমের আসামি করা হয়েছে। তারা হলেন- শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনার পুত্র রেদোয়ান মজিব সিদ্দিকী ববি, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য সচিব নাইমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও উপস্থাপিকা ফারজানা রুপা। এছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- শিবগঞ্জের বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ্, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, রিজ্জাকুল ইসলাম রাজু, এমপি পুত্র হুসাইন শরীফ সঞ্চয়, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হকসহ ৮০ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- শাহ্ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি রাজনৈতিক কারণে সরকারের সমালোচনা করতেন। এরকম অবস্থায় গত ২০১৮ সালের ২৬ জানুয়ারি তাকে অপহরণ করা হয়। ওই দিন ময়দানহাটা ইউনিয়নের মহাবালা স্কুল মাঠে মহাজোটের তৎকালীন এমপি শরিফুল হক জিন্নার কর্মী সভা করেন। এটি শেষ করে সেদিন সন্ধ্যার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম সুজার উপর হামলা করা হয়। তার ৭ দিন পর ২ ফেব্রুয়ারি পাশের জেলা নওগাঁর রাণীনগর এলাকা থেকে বিএনপি নেতা শাহ্ আলম সুজার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর শাহ্ আলম সুজার পরিবারের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও পুলিশ তা নেয়নি। এমনকি মামলা করলে তার পরিবারের সদস্যদের মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের আবেদন করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। আদালতের বিচারক সুকান্ত সাহা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে আমাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

এম জি